গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১ মে) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত এ মন্তব্য করেন।
পোস্টে তিনি আরও লিখেছিলেন ‘আজ (শুক্রবার) বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।’
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির এই সমাবেশ শুরু হয়।
শুক্রবার (২ মে) লাখো জনতার সামনে দাঁড়ানো সমাবেশের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে হাসনাত আবদুল্লাহ ক্যাপশনে লিখেছেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা অনুরোধ নয়, এটা ছাত্র-জনতার সিদ্ধান্ত।’