ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

‘আ.লীগের নেতাকর্মীদের দেখলেই পুলিশে দিন’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেখলেই ধরে পুলিশে সোপর্দ করতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত ‘আ.লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা, দলের নিবন্ধন বাতিল ও গণহত্যার দায়ে বিচার’-এর দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, ‘দেশে যেখানে যখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখবেন, মিছিল দেখবেন, তখনই  তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং পুলিশের কাছে সোপর্দ করবেন। আওয়ামী লীগ কোনোদিন এ দেশে আর রাজনীতি করতে পারবে না।’

সামান্তা শারমিন আরও বলেন, ২০০৮ সালে পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলাচত্বরে হত্যাকাণ্ড, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের ছাত্রদের নিপীড়নের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল। স্বৈরাচারের বিচার আমাদের আদায় করতেই হবে।

তিনি বলেন, অভ্যুত্থানের অনেকে আমাদের কাছে দাবি জানিয়েছেন এবং সংস্কারের আগে যেন মাঠ ছেড়ে না দিই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা বিপ্লবী চেতনার বাইরে গিয়ে ন্যূনতম সংস্কারের মধ্যদিয়ে দেশকে নিয়ে যেতে চান, তারা মৌলিক সংস্কার আদায় না করে মাঠ থেকে যাবো না।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।