ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

‘জুলাই শহীদরাই জাতিকে নতুন করে মুক্তি এনে দিয়েছে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৭:৫৯ পিএম
কথা বলছেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি- সংগৃহীত

ডা. শফিকুর রহমানের মতো গতিশীল ও উজ্জীবিত নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানা আয়োজিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আশুরোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী উত্তরের  মজলিসে শূরা সদস্য মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাফরুল অঞ্চল টিম সদস্য জসিম উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ, আমিনুর রাহমান আমান, খন্দকার মাহবুবুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, দেশ ও জাতির এক ক্রান্তিকালে আমরা ডা. শফিকুর রহমানের মতো মহান নেতাকে পেয়েছি। তার মত অভিভাবক পাওয়া সত্যিই আমাদের জন্য সৌভাগ্যের। তার অনন্য সাধারণ প্রতিভা, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, প্রত্যুৎপন্নমতিত্ব, যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠতায় আমাদের অনেক জাতীয় সমস্যার সহজ সমাধান হয়ে গেছে। তিনি জাতীয় সংকটকালে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার ব্যক্তিত্ব ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। তিনি এখন দেশের সবচেয়ে অধিক জনপ্রিয় ও নন্দিত জাতীয় নেতা।

দেশ ও জাতির এ দুর্যোগময় মূহুর্তে তার মতো গতিশীল নেতৃত্ব যখন খুবই প্রয়োজন তখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির আবশ্যকতা দেখা দিয়েছে। তিনি তার সার্জারির সাফল্য ও আশু সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করার আহবান জানান।

তিনি বলেন, ডা. শফিকুর রহমান গোটা জাতিকেই উদীপ্ত ও উজ্জীবিত করতে সক্ষম হয়েছেন। দেশ ও জাতি তার কাছ থেকে নতুন করে প্রেরণা পেয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতি স্বৈরাচার এবং ফ্যাসীবাদ মুক্ত হলে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আর সে ষড়যন্ত্র মোকাবেলায় ডা. শফিকুর রহমানের মত বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন যখন জাতি অনুভব করছেন তখনই অসুস্থ হয়ে পড়ায় আমরা উদ্বিঘ্ন। প্রধান উপদেষ্টা ও সেনা প্রধান তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সর্বমহলে একজন বরণীয় ব্যক্তি।

তিনি জুলাই শহীদদের স্মরণ করে বলেন, এসব শহীদরাই জাতিকে নতুন করে মুক্তি এনে দিয়েছে। তাই এসব শহীদদের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় ফ্যাসীবাদ নতুন করে মাথাচাঁরা দিতে পারে।