জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া একটি রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি-কান্দারপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ এবং কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দি এলাকার রকিবুল কর্নেলের বাড়ি থেকে শুরু করে কান্দারপাড়া বাস টার্মিনাল পর্যন্ত প্রায় চার দশক আগে নির্মিত হয় এই কাঁচা রাস্তাটি।
সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান একবার সাময়িকভাবে কিছু মাটি ফেলে রাস্তাটি সংস্কার করেছিলেন। তবে সেটি টেকসই হয়নি। বর্তমানে বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় পরিণত হওয়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলতে হয় চরম দুর্ভোগে।
ফলে প্রায় দুই হাজার পরিবারের অন্তত দশ হাজার মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নিরুপায় হয়ে এবার তারা এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।
পোগলদিঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাল মিয়া বলেন, ‘রাস্তাটির বেহাল অবস্থার কথা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’