ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সরিষাবাড়ীতে ৮০ টিউবওয়েল বিতরণ দোস্ত এইডের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:২৪ পিএম
সরিষাবাড়ীতে দুস্থদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ৮০টি দুস্থ পরিবারের মাঝে নিরাপদ পানির অভাব দূরীকরণ ও জনস্বাস্থ্যের উন্নয়নের উদ্দেশ্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে টিউবওয়েল এবং টিউবওয়েল স্থাপন সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ’ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন।

তিনি বলেন, ‘বিশুদ্ধ পানির নিশ্চয়তা মানুষের মৌলিক অধিকার। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি যে আন্তরিকতায় অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে, তা প্রশংসনীয় এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা শুধু টিউবওয়েল বিতরণ করছি না, প্রতিটি টিউবওয়েলের সাথে টেকসই প্লাটফর্ম নির্মাণ করে দিচ্ছি, যাতে উপকারভোগী পরিবারগুলো দীর্ঘমেয়াদে নিরাপদ পানি ব্যবহার করতে পারে। ভবিষ্যতেও আমরা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট আসিমুল ইসলাম, সরিষাবাড়ী পৌর যুবদলের সভাপতি রমজান আলী, সাংবাদিক স্বপন মাহমুদ ও কামরুল ইসলাম এবং দোস্ত এইডের কর্মকর্তা শওকত মিয়া ও শেখ সাদী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় শুধুমাত্র টিউবওয়েল বিতরণ নয়, বরং প্রতিটি টিউবওয়েল স্থাপন ও টেকসই ব্যবহারের জন্য সুদৃশ্য প্লাটফর্ম নির্মাণ করা হচ্ছে। এর ফলে পানিবাহিত রোগ কমবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন সহজ হবে।

উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগকে জীবনদায়ী সহায়তা হিসেবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।