ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

জামায়াতে যোগ দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপি নেতা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১০:৫৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত জেলা বিএনপি সহসভাপতি সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুর রহমান দিনারও জামায়াতে যোগদান করেন।

রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে বামনা উপজেলা জামায়াতের আয়োজনে সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন। অনুষ্ঠানে বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন এবং বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ডা. সুলতান আহমেদ ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগতদের বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা যায়, সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ২০১৪ সালে বিএনপি থেকে বহিষ্কৃত হন। এরপর একাধিকবার আবেদন করেও তিনি দলের পদ ফিরে পাননি।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন এবং বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা।

যোগদান উপলক্ষে বক্তৃতায় সৈয়দ মামুন বলেন, ‘১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হই। পরে ২০০২ সালে তৎকালীন সংসদ সদস্য নূরুল ইসলাম মণির আহ্বানে বিএনপিতে যোগ দিই।’

তিনি আরও বলেন, ‘২০১৪ সালে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দল আমাকে বহিষ্কার করে। এরপর দীর্ঘদিন নির্দলীয় থেকে এলাকার শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। কিন্তু বিএনপির অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধঃপতনে হতাশ হয়ে জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।’

বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি মফিজুর রহমান দিনার বলেন, ‘বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল খেটেছি, নির্যাতন-জুলুম সহ্য করেছি। কিন্তু ৫ আগস্টের পর দলের ভিতরে যে অনিয়ম ও বিশৃঙ্খলা দেখেছি, তাতে হতাশ হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।’

জনসভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা জামায়াতের সহসচিব মো. শামীম আহসান, গাজীপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আব্দুল জলিল আকন্দ প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর।