ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পুলিশ সুপারের কার্যালয়ে তদবিরে এসে গ্রেপ্তার হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:০৫ পিএম
বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে তদবির করতে এসে গ্রেপ্তার হয়েছেন বাচ্চু মিয়া (৫০) নামে এক হত্যা মামলার আসামি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ধ্যায় সরাইল থানায় হস্তান্তর করা হয়।

বাচ্চু মিয়ার বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে। তিনি আওয়ামী লীগের অরুয়াইল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, বাচ্চু মিয়ার বিরুদ্ধে জেলা ও ঢাকার বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে, যার মধ্যে দুটি হত্যা মামলা এবং অন্যান্য অভিযোগ অন্তর্ভুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধামাউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শিরিন আক্তারকে মারধরের অভিযোগে সরাইল থানায় বাচ্চু মিয়া ও আরও চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় বাচ্চু মিয়া এক নম্বর আসামি।

সোমবার দুপুরে বাচ্চু মিয়া পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী। তিনি বলেন, ‘বাচ্চু মিয়ার বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ আছে।’