ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে অগ্নিকাণ্ড, ৮ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৯:২১ পিএম
সীতাকুণ্ডে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে অগ্নিকাণ্ড। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আট জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারআউলিয়া এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

আহতরা হলেন: দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।

শ্রম পরিদর্শন অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং পাঁচ জনের প্রায় ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাহ্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রমিক অধিকারকর্মী ফজলুল কবির মিন্টু বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তিনি আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের দাবি জানিয়েছেন।