ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ

বাঁচা-মরার ম্যাচে আফগানদের ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:২৬ পিএম
সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে আগে ব্যাট করে তামিমের ফিফটিতে আফগানিস্তানকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে লিটন দাসের দল।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়।

এ দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় টাইগাররা। ব্যাটিং পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে নেয় বাংলাদেশ।

ব্যাটিং পাওয়ার প্লে শেষে পরপর উইকেট হারিয়ে রানের চাকা কিছুটা কমে লিটন দাসদের। এ দিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম ও সাইফ হাসান।

দলীয় ১২.১ ওভারে ১০০ রান বাংলাদেশর উইকেট যখন ২টি, তখন মনে হচ্ছিল ২০ ওভার শেষে টাইগারদের রানের সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৯০-এর কাছাকাছি।

কিন্তু তা আর হলো না! ব্যক্তিগত ফিফটি পূরণের পর আফগান স্পিনার নূর আহমদকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম।

তানজিদ তামিম আউট হলে মিডেল অর্ডারের বাজে ব্যাটিংয়ে রানের চাকা কমে যায় বাংলাদেশের।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে টিম টাইগার্স।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ২৮ বলে ৩০ রান করেন সাইফ হাসান, ৩১ বলে ৫২ রান করেন তানজিদ হাসান তামিম, ২০ বলে ২৬ রান করেন তাওহীদ হৃদয়, ১১ বলে ১১ রান করেন শামীম হোসেন, ১৩ বলে ১২ রান করেন জাকের, ৬ বলে ১২ রান করেন নুরুল হাসান সোহান।

বল হাতে আফগানদের হয়ে ২টি করে উইকেট তুলে নেন রশিদ খান ও নূর আহমদ এবং আজমতুল্লাহ ওমরজাই নেন এক উইকেট।