ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বনানীতে সাবেক ব্যাংকার যুবকের আত্মহত্যা 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৪৮ পিএম

রাজধানীর বনানী থানার ৫ নম্বর রোডের একটি বাসা থেকে আহারার মাসুদ দীপ (৪০) নামে সাবেক এক ব্যাংকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গতকাল মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান বলেন, সোমবার রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে বনানীর ৫ নম্বর রোডের এফ-ব্লকের ৯৮ নম্বর বাসায় যাই। সেখানে গিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে ওই ব্যক্তি ঝুলে আছে। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীপ আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানতে পারি, তিনি একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট সেকশনে চাকরি করতেন। গত বছর তার চাকরি চলে যায়। এরপর তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেন। তার ৯ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। চাকরি না থাকা, একাকিত্ব, আর্থিক সংকট ও হতাশাগ্রস্ত হয়ে তিনি সবার অগোচরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার চকবাজার থানার পাঁচলাইশ এলাকায়।