ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিয়োগ পাচ্ছে সাড়ে ৩ হাজার  সিনিয়র স্টাফ নার্স

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৪৯ পিএম

সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন নিয়োগ করা সিনিয়র স্টাফ নার্সদের পদায়ন করা হয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের জারি করা নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনমূলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১/৬০০০-৩৮-৬৪০/- বেতনক্রমে নবনিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নবনিয়োগকৃত এবং পদায়নকৃত সিনিয়র স্টাফ নার্সদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পূর্বাহ্ণে পদায়নকৃত হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এবং এ ক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত যোগদানপত্রের নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে।

পদায়নকৃত সিনিয়র স্টাফ নার্সদের পরবর্তী বদলি বা পদায়ন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সর্বশেষ জারীকৃত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন ১০ গ্রেডভুক্ত নার্সদের বদলিনীতিমালা অনুযায়ী সম্পন্ন হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার ৩ বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষে উত্তোলিত অগ্রিম/ভ্রমণ ভাতা/অন্যান্য ভাতা ও তার প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে বাধ্য থাকবেন। চাকরিতে যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি নিজের বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না।