ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ইউনাইটেডের জার্সি পরায় কর্মীকে ছাঁটাই করল ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৯:০০ পিএম
ম্যানচেস্টার সিটির জার্সি পরা কর্মী। ছবি- সংগৃহীত

ইতিহাদ স্টেডিয়ামে 'ম্যানচেস্টার ডার্বি'তে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে কেবল মাঠের খেলায় হারেই নয়, এই ম্যাচের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে একজন ইউনাইটেড সমর্থকের জন্য।

ডার্বির দিন ইউনাইটেডের জার্সি পরায় চাকরি হারাতে হয়েছে ইতিহাদ স্টেডিয়ামের এক পানশালাকর্মীকে।

ঘটনাটি ঘটেছে ম্যাচের দিন স্টেডিয়ামের ভেতরের একটি পানশালায়। সেখানে কাজ করা একজন কর্মী তার কালো জ্যাকেটের নিচে ইউনাইটেডের ২০১৮-১৯ মৌসুমের কালো অ্যাওয়ে জার্সি পরে গ্রাহকদের বিয়ার দিচ্ছিলেন।

একজন সিটি সমর্থক এই দৃশ্য দেখে ছবিটি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছবিটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে।

অনেকেই এই কর্মীর এমন কাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেন। একজন মন্তব্য করেন, এই লোক সেখানে ঢুকলো কীভাবে! আরেকজন প্রশ্ন করেন, সে আসলে কী ভেবে এটা করেছে?

সমালোচনা এতটাই তীব্র হয় যে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ফ্যান পেজে এক বিবৃতিতে জানায়, বিষয়টি আমাদের নজরে আনার জন্য ধন্যবাদ। আমরা নিশ্চিত করছি যে, ওই ব্যক্তিকে তার পদ থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্তের পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মনে করেন, ডার্বির দিনে প্রতিপক্ষ দলের জার্সি পরাটা অত্যন্ত হাস্যকর এবং ক্লাবের জন্য অসম্মানজনক। তাই তার চাকরিচ্যুতি সঠিক সিদ্ধান্ত।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই সিদ্ধান্তের সমালোচনা করে পানশালাকর্মীর পক্ষ নিয়েছেন। তাদের মতে, শুধু একটি জার্সি পরার কারণে কাউকে চাকরি থেকে বরখাস্ত করাটা খুবই বাড়াবাড়ি।

একজন লিখেছেন, ডার্বির দিনে একটু মজা করার জন্য বা হয়তো কোনো বাজি ধরে সে জার্সি পরেছিল। তাই বলে চাকরি চলে যাবে? কী অদ্ভুত ক্লাব!

আরেকজন মন্তব্য করেন, চাকরি থেকে সরানোটা বাড়াবাড়ি, তবে ছেলেটির কাজটা সত্যিই একটু বোকামি ছিল।