ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় নারীরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০১:০৪ এএম

নারী ওয়ানডে বিশ্বকাপে অবশেষে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলল। নাভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারত। দীপ্তি শর্মার ঘূর্ণিতে স্বপ্নভঙ্গ হয়েছে লরা ওয়লভার্টদের দলের।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় ভারত। ওপেনিং জুটিতে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা যোগ করেন ১০৪ রান- যা নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। মান্ধানা ফেরেন ৪৫ রানে, আর শেফালি খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষদিকে দীপ্তি শর্মা ও রিচা ঘোষ মেরামত করেন ইনিংস। দীপ্তি করেন ৫৮ রান, রিচা যোগ করেন ৩৪। তাদের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ২৯৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবঙ্গা খাকা নেন সর্বোচ্চ ৩ উইকেট।

২৯৯ রানের কঠিন লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। লরা ওয়লভার্ট ও তাজমিন ব্রিটস যোগ করেন ৫১ রান। কিন্তু তাজমিন রানআউট হয়ে ফিরতেই চাপ বাড়তে থাকে প্রোটিয়াদের ওপর। পরপর উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। তবুও ওয়লভার্ট একাই লড়ে যান, করেন ৯৮ বলে দারুণ ১০১ রান। কিন্তু অন্য প্রান্তে কেউই দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

ভারতের হয়ে দীপ্তি শর্মা একাই নেন ৫ উইকেট, আর শেফালি বর্মা পান ২টি। ম্যাচসেরার পুরস্কার ওঠে দীপ্তির হাতেই।

এই জয়ে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতল ভারত। নাভি মুম্বাইয়ের রাতটা তাই হয়ে রইল ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে সোনালি অধ্যায়।