এশিয়া কাপের চলতি আসরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়।
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। এ দিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন তানজিদ তামিম ও সাইফ হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান। ক্রিজে ১২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রানে ব্যাট করছেন তানজিদ তামিম এবং ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৬ রানে খেলছেন সাইফ হাসান।
এদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই টাইগারদের সামনে। শুধু জয় নয়, টিকে থাকতে হলে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তানের একাদশ: সাদিকুল্লাহ আটাল, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, আল্লাহ মুহাম্মদ গজানফর, ফজল হক ফারুকী।