ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ

১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮৭ রান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৯:৩৭ পিএম
লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের বাচাঁ-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় টাইগাররা। তানজিদ তামিমের তাণ্ডবে প্রথম ১০ ওভারেই বাংলাদেশের সংগ্রহ ৮৭ রান।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা সাড়ে আটটায়।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। এ দিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন তানজিদ তামিম ও সাইফ হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৯ রান। ক্রিজে ২২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৭ রানে ব্যাট করছেন তানজিদ তামিম।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে টাইগার একাদশে সুযোগ পেয়ে ব্যাট হাতে ওপেন করতে এসে বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে ব্যর্থ হন সাইফ। ব্যক্তিগত ২৮ বলে ৩০ রানের মাথায় রশিদ খানের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন সাইফ হাসান।

সাইফ আউট হলে ক্রিজে আসেন লিটন কুমার দাস। দলের প্রয়োজনে এ দিন ব্যাট হাতে ভালো করতে পারেননি টাইগার অধিনায়ক। মাত্র ৯ রান করেই নূর আহমদের বলে আউট হয়ে বিদায় নেন লিটন।

বল হাতে আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন রশিদ খান ও নূর আহমদ।