মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাল থেকে পরিত্যক্ত অবস্থায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের ব্যক্তিগত শর্টগান উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১২টার দিকে মানিকগঞ্জ থানাধীন মানোরা এলাকায় বন বিভাগের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ঢালে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান অস্ত্র পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। অস্ত্রটি ১২ বোর সচল শর্টগান।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট এই অস্ত্র সংক্রান্তে সুলতানুল আজম খান আপেলের লাইসেন্সকৃত ১টি অস্ত্র খুজে পাওয়া যাচ্ছে না মর্মে মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি করেন। যার জিডি নং-১৬৭/২৪। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রের সাথে জিডির দায়ের কৃত অস্ত্রের মিল পাওয়া যায়। বর্তমানে শর্টগানটি মানিকগঞ্জ থানার মালাখানায় জমা আছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন