ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেন থেকে বাসে ওঠার সময় পেছন থেকে আসা রডবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ মে) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক বিষ্ণুপদ শর্মা।
নিহতরা হলেন- ভোলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মো. হোসেন (৫২) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার মাদবর কান্দি গ্রামের সায়েদ শেখ (৩৮)।
হাইওয়ে পুলিশ জানায়, দুই ব্যক্তি সার্ভিস লেন থেকে সড়ক বিভাজক টপকে মহাসড়কের মূললেনে গিয়ে নবীনগরগামী ঠিকানা পরিবহনের একটি বাস থামানোর সংকেত দেন।
বাসের চালক তাদের দু’জনকে ওঠানোর জন্য মহাসড়কের মূল লেনেই বাসটি থামান চালক। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির রডবাহী একটি ট্রাক বাসটিকে জোরে ধাক্কা দেয়।
এতে বাসে ওঠার সময় ছিটকে পড়ে ওই দুই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় বাসের পিছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক বিষ্ণুপদ শর্মা বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। এ ছাড়া দুর্ঘটনার শিকার ঠিকানা পরিবহনের বাস ও রডভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।
আপনার মতামত লিখুন :