গাজীপুরের শ্রীপুরে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী জয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কও।
রোববার (১১ মে) সকালে শ্রীপুর পৌরসভার লোহাগাছা গ্রামে গিয়ে নিহত কিশোরের কবর জিয়ারত করেন বিএনপির এই নেতা।
পরে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন। তিনি পরিবারটিকে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছা ফালু মার্কেট এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জয় ওই এলাকার বোরহান উদ্দিনের ছেলে এবং শ্রীপুরের একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অভিযুক্ত মোজাম্মেল হক (২০) একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
আপনার মতামত লিখুন :