ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

থানায় অভিযোগ দিতে গিয়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৫:৪০ পিএম
আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ধুনট পজেলার আওয়ামী লীগ (নিষিদ্ধ দল) নেতা বেলাল হোসেন (৪৮)। নাশকতার তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার (১২ মে) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে তাকে।

বেলাল হোসেন উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মেহের বক্স সেখের ছেলে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের জায়গা প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে দখল করে নিয়েছে। এ বিষয়ে বেলাল হোসেন রোববার বিকেল ৫টায় থানায় লিখিত অভিযোগ দিতে যান। থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে নাশকতার ৩ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে বেলাল হোসেনকে গ্রেপ্তার করেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির কার্যালয় ও গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারী পর্যন্ত থানায় এসব মামলা দায়ের করা হয়। এসব মামলার বাদি হয়েছেন বিএনপি, যুবদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। মামলায় আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।