ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

আসন্ন ৩ ঘূর্ণিঝড়ের নাম জানাল আবহাওয়া অধিদপ্তর

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৮:৩৪ পিএম
ছবি-সংগৃহীত

চলতি বছরে বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হতে পারে এমন তিনটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (১২ মে) বিকেলে অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড়গুলোর সম্ভাব্য নাম হলো- শক্তি (Shakti), মোন্থা (Montha) ও সেনিয়ার (Senyar)। উচ্চারণে কিছুটা ভিন্নতা থাকলেও এই নামগুলো বিশ্ব আবহাওয়া সংস্থার তালিকাভুক্ত।

‘শক্তি’ নামটি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা, ‘মোন্থা’ নামটি প্রস্তাব করেছে থাইল্যান্ড, ‘সেনিয়ার’ নামটি প্রস্তাব করেছে সংযুক্ত আরব আমিরাত।

ঘূর্ণিঝড়ের নামকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দেশগুলোর দেওয়া প্রস্তাবনামাফিক বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) ২০০০ সালেই ১৬৯টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করেছে।

এর মধ্যে একেকটি ঘূর্ণিঝড় তৈরি হলে সেই অনুযায়ী নাম নির্ধারিত হয়।

এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছিল, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। এরপর সেটি ধাপে ধাপে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে, তাহলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।

এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতির ঝুঁকি বাড়বে। তাই স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকেই সতর্ক থাকতে হবে উপকূলীয় এলাকার মানুষদের। বিশেষ করে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছেন তারা।

এ ছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার শঙ্কায় যেকোনো সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তারা।