ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রাজধানীতে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৯:০৫ এএম
রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে শহরবাসী। কয়েক দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। বৃষ্টির পাশাপাশি আকাশজুড়ে জমেছে কালো মেঘ, যা দিনভর আরও বৃষ্টির আভাস দিচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে মিরপুর, বারিধারা, উত্তরা, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এর সঙ্গে ছিল হালকা শীতল বাতাস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, মঙ্গলবার রাতের পূর্বাভাসে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।