ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, ডুবতে পারে যে ৮ জেলা!

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১০:৩৫ এএম
পুরোনো ছবি

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের আটটি জেলার নিম্নাঞ্চল বৃষ্টিপাত বৃদ্ধির কারণে প্লাবিত হতে পারে।

মঙ্গলবার (১২ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এর ফলে গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল বাড়ছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী দুই দিনে দেশের উত্তরাঞ্চল ও ভারতের উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরে কমতে পারে।

বিশেষ করে ১২ থেকে ১৪ আগস্ট রংপুর বিভাগসহ সিকিম, হিমালয়, পশ্চিমবঙ্গ ও আসাম এলাকায় তিন দিনে ২০০-২৫০ মিলিমিটার ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

১৪ আগস্টের মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, গঙ্গা নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকবে এবং ১৫ আগস্টের পর থেকে ২৭ আগস্ট পর্যন্ত ধীরে ধীরে কমতে শুরু করবে।

যমুনা ও গঙ্গার মিলিত প্রভাবে আগামী চার দিনে পদ্মা নদীর পানি সতর্কসীমায় পৌঁছতে পারে। এতে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও মানিকগঞ্জের নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৯ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত পদ্মা নদীর পানি ধীরে ধীরে কমতে থাকবে।