ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

যে কারণে ট্রফি না নিয়েই উদযাপন করল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০১ এএম
ভারত ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই মহারণও প্রত্যাশিতভাবেই শেষ ওভার পর্যন্ত গড়ায়। 

গতকাল রোববারের নাটকীয় ম্যাচে শিরোপা জিতে নেয় ভারত। তবে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক শুরু হয় পুরস্কার বিতরণী মঞ্চে।

ফাইনাল শেষে দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির মন্ত্রিপরিষদের সদস্য মহসিন নাকভি। 

রানার্সআপ পাকিস্তান দলের ক্রিকেটারদের মেডেল পরিয়ে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রানার্সআপ চেকও যৌথভাবে তুলে দেন নাকভি ও আমিনুল।

তবে ভারতীয় ক্রিকেটারদের পুরস্কার গ্রহণে ঘটে ব্যতিক্রম। ভারতের গণমাধ্যমের দাবি, সরকারিভাবে খেলোয়াড়দের নির্দেশনা ছিল পিসিবি চেয়ারম্যান নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার। 

এমনকি চ্যাম্পিয়ন ট্রফিটিও মঞ্চে না তুলে নিয়ে যাওয়া হয় ভেতরে। পরে নাকভি মঞ্চ ছাড়লে ভারতীয় ক্রিকেটাররা সেখানে উঠে ট্রফি ছাড়াই ছবি তোলেন, নিজেদের মতো উদযাপন করেন এবং ফটোগ্রাফারদের সামনে চ্যাম্পিয়ন হিসেবে পোজ দেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য হিসেবে নাকভির উপস্থিতি এই সিদ্ধান্তের মূল কারণ।