ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রূপসায় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৬:২৩ পিএম
গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার রূপসায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ সাব্বির হত্যার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৩ আগস্ট) ভোর ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচলনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)। রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে তাদের থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ গাঁজা এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুল শেখ সাব্বির হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের সাথে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।