ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৩:৩২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদক বিক্রিতে বাধা দেওয়ায় যুব সমাজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলি এলাকায় এসব কর্মসূচি করেন এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, ‘আমরা এলাকায় মদকের বিরুদ্ধে এ সমাজে কাজ করায় ও মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমাদের নিয়ে মাদক বিক্রেতা ও মাদকের সেল্টারদাতারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন ও উদ্দেশ্যপ্রণীতভাবে থানায় অভিযোগ দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বক্তারা আরও বলেন, খিদিরপুর বড়বিডা সোনারগাঁ ও রূপগঞ্জের শেষ সীমানা হওয়ায় এখানে প্রতিদিন মাদকের রমরমা কারবার চলে। এর প্রতিবাদ করায় মাদক কারবারির সিন্ডিকেট সোনারগাঁ থানায় মিথ্যা অভিযোগ করে পুনরায় মাদক কারবার চালাতে অপচেষ্টা চালাচ্ছে।