ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বজ্রপাতে মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৩:৩৪ এএম

টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাতে শামীম (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর এলাকায় এ ঘটনা ঘটে। শামীম ওই এলাকার শরাফত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীম গতকাল দুপুরে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল হোসেন বলেন, শামীমের পরিবার খুব অসহায়। অকালে ছেলেটার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।