শেরপুরের নকলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সদস্যদের জন্য ত্রৈমাসিক এনএনপিসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রজেক্ট অফিসার তাবাচ্ছুম জান্নাত জানান, উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে ৪ জন করে ৩৬ জন মোট উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণকারী সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। এ হিসেবে ৯টি ইউনিয়নের মোট ৩২৪ জন নারীকে স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগীর আওতাভুক্ত করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা প্রজেক্ট অফিসার তাবাচ্ছুম জান্নাত। ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সংরক্ষিত ইউপি সদস্য ছালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা, ইউপির সাধারণ সদস্য হামিদুল ইসলাম প্রমুখ।