ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

কাবরেরার ব্যাপারে এখনোই সিদ্ধান্ত নিচ্ছে না বাফুফে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:৫০ এএম

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে বাংলাদেশ হারের পর কোচ হাভিয়ের কাবরেরাকে ঘিরে অনেক সমালোচনা হয়েছে। সাবেক খেলোয়াড় থেকে শুরু করে বাফুফে বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য পর্যন্ত কাবরেরাকে ছাঁটাই করার পক্ষে অবস্থান নেন। কিন্তু কাবরেরার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। এবার হংকংয়ের কাছে হারের পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন কাবরেরা। তার একাদশ নির্বাচন ঘিরেই বেশ সমালোচনা হচ্ছে। হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশে তপু বর্মণ, শমিত সোম, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়াকে রাখেননি কাবরেরা। ম্যাচের কৌশল, খেলোয়াড়দের পজিশনিং এবং গেমটাইম নিয়ে তার বিভিন্ন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতির কারণ হয়েছে মনে করেন সমালোচকেরা। সমর্থকেরা বিভিন্ন সময়ে কাবরেরাকে সরিয়ে দেওয়ার যে দাবি তুলেছেন, সেটি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কী ভাবছেÑ হংকং ম্যাচ শেষে এমন প্রশ্ন এসেছে সভাপতি তাবিথ আউয়ালের কাছে। তবে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বাফুফে। কাবরেরার প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ‘এখন এগুলো নিয়ে মন্তব্যের সময় না। (মাত্রই) ম্যাচটা শেষ করেছি। অবশ্যই ম্যাচ-পরবর্তী একটি ব্রিফিং হবে। তখন বিস্তারিত কথা বলব।’

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে প্রথমে গোল করেছিল বাংলাদেশই, ১৩ মিনিটে হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে। কিন্তু হংকং টানা ৩ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। সেখান থেকে প্রথমে শেখ মোরছালিন, এরপর শমিত সোমের গোলে ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ। যদিও ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে। তবে বাংলাদেশের খেলায় উন্নতিই দেখছেন তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আমি দর্শকের দিক থেকে দেখি, একটি ম্যাচে ৭টা গোল হয়েছে। এটি অবশ্যই একটি বড় ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ সমতায় ফিরেছে বাংলাদেশ, এটিও মানসিকভাবে বড় উন্নতি। আরও টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে। আমাদের অতীতে এবং আগামীতে কী আছে চিন্তা করতে হবে।’