ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মরদেহ উদ্ধার

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:৪২ এএম

নরসিংদীর বেলাবোয় মো. তামিম মিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আড়িয়ালখাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তামিম উপজেলার বেলাবো ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গাঙ্গুলপাড়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আড়িয়ালখাঁ নদের ব্রিজ ঘাটে গোসল করতে যায় তামিম। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। এ সময় বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। গতকাল শুক্রবার আবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।