ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ফার্স্ট এইড বক্স বিতরণ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:৪২ এএম

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ২১টি আবাসিক হলের নির্বাচিত সংসদ প্রতিনিধিদের কাছে ফার্স্ট এইড বক্স বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। গতকাল শুক্রবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে হলগুলোর স্বাস্থ্য সম্পাদক ও অন্য প্রতিনিধিদের হাতে এসব ফার্স্ট এইড বক্স তুলে দেন তারা। বিতরণের আগে বক্সে থাকা ওষুধের ব্যবহার নিয়ে প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়। 

এ সময় শিবিরের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার থাকলেও তা পূর্ণাঙ্গ নয়। জাকসুতে ছাত্রশিবিরের দেওয়া অন্যতম ইশতেহার ছিল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। সেই ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ। জাকসুর সঙ্গে সমন্বয় করে জাবি ছাত্রশিবির এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান নেতৃবৃন্দ। হল সংসদের প্রতিনিধি রুবিনা জাহান তিথি বলেন, ফার্স্ট এইড বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। হলে এসব ওষুধ সংরক্ষিত থাকলে খুবই উপকার হবে।