ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সংস্কারের অভাবে বিপর্যস্ত নেছারাবাদ টার্মিনাল

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৩:২৮ এএম
  • খানাখন্দ, কাদা-পানি ও দুর্গন্ধে যাত্রী ও চালকদের ভোগান্তি
  • ড্রেনেজ ব্যবস্থার অভাবে বৃষ্টিতে পানি জমে থাকে
  • নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নেই

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একমাত্র বাস টার্মিনালের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের অভাবে টার্মিনালজুড়ে ময়লা-আবর্জনা, খানাখন্দ ও কাদা-পানিতে ভরে আছে। এতে চালক, শ্রমিক ও যাত্রীদের যাতায়াতে ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্গন্ধযুক্ত পানি টার্মিনালজুড়ে জমে থাকে। বসার স্থান, টয়লেটসহ ন্যূনতম সুযোগ-সুবিধারও মারাত্মক ঘাটতি রয়েছে।

বাসচালক হৃদয় বলেন, ‘রাস্তার অবস্থাও খারাপ, টার্মিনালে এসে যাত্রী ওঠানামা করানো কষ্টসাধ্য। বসার জায়গা নেই, চারদিকে দুর্গন্ধ।’

নারী যাত্রী সালামুন অভিযোগ করে বলেন, ‘নারী যাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নেই। ভালো মানের টয়লেট নেই, বসার স্থানও অপরিচ্ছন্ন। মহিলা ও শিশুদের জন্য যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে।’

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আন্দোলনে নামতে হবে।

বাস কাউন্টার পরিচালনাকারী মো. আব্দুল হাকিম জানান, ‘সব জায়গায় কাদা ও পানি, যাত্রী ও চালকদের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সংস্কার দরকার।’

কাউন্টার মাস্টার মো. সাইদুর রহমান বলেন, ‘কিছুদিন আগে সামান্য সংস্কার হয়েছিল, কিন্তু তা টেকেনি। এখন পানিতে কাদা মিশে পুরো টার্মিনাল ব্যবহারের অযোগ্য।’

স্বরূপকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘সংস্কারের জন্য একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু হবে।’

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, বর্ষায় পানি ও কাদা জমে যাওয়ার সমস্যা সমাধানে দ্রুত আরসিসি ঢালাইসহ উন্নয়নকাজ শুরু করা হবে। যাত্রীদের জন্য একটি ছাউনির কাজও চলমান রয়েছে।