ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাময়িক দায়িত্ব নিয়ে শুরুটা করেছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে, এবার লিটন দাস পেয়েছেন পূর্ণ দায়িত্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের অধিনায়কত্ব এখন এই উইকেটরক্ষক ব্যাটারের কাঁধে।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানান লিটন। বললেন, নেতৃত্ব পাওয়া তাঁর জন্য চাপের বিষয় নয় বরং এটা হতে পারে একটি ইতিবাচক দিক।
‘চাপের কিছু নেই,’ মন্তব্য লিটনের। ‘আমি যখন অধিনায়ক ছিলাম না তখনও পারফরম্যান্স খারাপ ছিল না। এখন অধিনায়কত্ব আসার পর সেটা খারাপ হবে, এমন কিছু না। বরং এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে।’
তিনি আরও বলেন, ‘যারা ইতিবাচকভাবে চিন্তা করে, তাদের সাফল্য আসে। হয়তো শুরুতে ১-২ দিন খারাপ হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি ভালো ফলাফল আসবে। আমি এখন সেদিকেই মনোযোগ দিচ্ছি।’
নেতৃত্বের সময়কাল লম্বা হওয়ায় পরিকল্পনাও এখন ভবিষ্যতকেন্দ্রিক বলেই জানিয়েছেন লিটন। তার ভাষায়, ‘আগে প্রতিটি সিরিজ অনুযায়ী পরিকল্পনা হতো, এখন যেহেতু লং টার্মের দায়িত্ব এসেছে, তাই চিন্তাভাবনাও হবে দীর্ঘমেয়াদী। লক্ষ্য থাকবে ভবিষ্যতের দিকেও।’
দলের সাফল্যে খেলোয়াড়দের দায়বদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন লিটন। ‘বাংলাদেশ দল এগিয়ে নিতে হলে খেলোয়াড়দেরই দায়িত্ব নিতে হবে। বিসিবির চেয়ে বেশি যোগাযোগ করব খেলোয়াড়দের সঙ্গে তাদের চাওয়া, দুর্বলতা ও উন্নতির জায়গা বুঝতে চাই।
আমি এখনো নতুন, ধীরে ধীরে বিষয়গুলোর সঙ্গে অভ্যস্ত হব। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের দলকে নতুন উদ্যমে প্রস্তুত করতে চান লিটন।