ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বদলে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:৪৭ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি- সংগৃহীত

অবশেষে নাম বদলাচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। নতুন মৌসুম থেকে এই লিগটি পরিচিত হবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে।

সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির এক সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হয়।

বাফুফের সিনিয়র সহসভাপতি এবং লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় বিপিএলের নাম পরিবর্তন করে বিএফএল করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে বিপিএল নামে পরিচিত এই লিগের নতুন নামকরণের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, নতুন স্পন্সর বা পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তির অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে, আগামী মঙ্গলবার নতুন ফুটবল মৌসুমের জন্য পেশাদার লিগ এবং ফেডারেশনের নতুন স্পন্সরের নাম ঘোষণা করা হবে।