এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই টাইগারদের সামনে। শুধু জয় নয়, টিকে থাকতে হলে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে হারের পর এখন আফগানিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে লিটন দাসের দল। হংকংয়ের বিপক্ষে জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা ভালো পারফর্ম করতে পারেনি। তাই আফগানদের বিপক্ষে বাংলাদেশের জন্য এই ম্যাচটি একটি অগ্নিপরীক্ষা।
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রাম পাওয়া পেসার তাসকিন আহমেদ একাদশে ফিরছেন। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।
পেস আক্রমণে তাসকিনের সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমা ও তানজিম হাসান সাকিব।
ব্যাটিং অর্ডারের প্রথম তিনটি পজিশনে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে চার নম্বর পজিশনে তাওহিদ হৃদয়-এর পরিবর্তে সাইফ হাসান-কে খেলানোর আলোচনা চলছে।
আফগানিস্তানের বিপক্ষে এই বাঁচা-মরার লড়াই নিয়ে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, তারা জয়ের বিকল্প কিছুই ভাবছেন না।
তিনি বলেন, 'আমরা জানি এটি আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা উজার করে দেব।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।