ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

পাবনায় ‘চরমপন্থি দলের নেতাকে’ গুলি ও কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০২:০৪ পিএম
ছবি-রূপালী বাংলাদেশ

পাবনা সদর উপজেলার ভাড়ারায় বাবুল শেখ (৪০) নামে চরমপন্থি দলের এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে ভাড়ারার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল শেখ ভাড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামের বাজারে একটি চায়ের দোকানে প্রতিদিন বসে আড্ডা দিতেন বাবুল শেখ। ঘটনার রাতে ওই দোকান থেকে বের হয়ে কিছু দূরে যাওয়ামাত্র দুর্বৃত্তরা বাবুল শেখকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি (তদন্ত) এএফএম মনিরুজ্জামান মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু চরমপন্থি দলের নেতা ছিলেন। তিনি দুই বছর আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে। তার বিরুদ্ধে পাবনার আতাইকুলা থানায় দুটি মামলা রয়েছে।