টেনিস বিশ্বে সাড়া জাগানো নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারের কোচিং পার্টনারশিপ ছয় মাসের মধ্যেই ভেঙে গেল। ফরাসি ওপেন শুরুর ঠিক আগে এই অপ্রত্যাশিত বিচ্ছেদ টেনিস অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
২০২৪ সালের নভেম্বরে জোকোভিচ তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মারেকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে চমক সৃষ্টি করেছিলেন।
তবে ২০২৫ সালের মার্চে মিয়ামি ওপেনে একসাথে অনুশীলনের পরও, পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় এই জুটি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। জোকোভিচ তার শেষ দুটি টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই হেরে যান, যা কোচিং জুটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে।
এক বিবৃতিতে অ্যান্ডি মারে বলেন, ‘একসাথে কাজ করার এই অসাধারণ সুযোগের জন্য নোভাককে ধন্যবাদ জানাই। আমি তার দলের প্রতি কৃতজ্ঞ এবং তার পরবর্তী সফরের জন্য শুভকামনা জানাই।’
জবাবে জোকোভিচও মারেকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই ছয় মাসে আমরা শুধু কাজই করিনি, বরং আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।’
রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান তারকা এখন নতুন কোচিং দৃষ্টিভঙ্গি নিয়ে রোল্যান্ড গ্যারোসে নামতে যাচ্ছেন, যেখানে ২৫ মে থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের ফরাসি ওপেন।
অন্যদিকে, প্যারিস অলিম্পিকের পর টেনিস থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দেওয়া মারে কোচিং অধ্যায়েরও ইতি টানলেন এই বিদায়ের মাধ্যমে।