টানা চার দিনের মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) রাজধানী রিয়াদে তাকে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়।
উড়োজাহাজ থেকে মার্কিন প্রেসিডেন্ট বেগুনি কার্পেটের সিঁড়ি বেয়ে এয়ার ফোর্স ওয়ানে নেমে আসলে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তাকে অভ্যর্থনা জানান।
ট্রাম্প ও ক্রাউন প্রিন্স একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং টারম্যাক দিয়ে একসঙ্গে হেঁটে যান। বিমানবন্দরে প্রবেশের আগে শীর্ষ সৌদি কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন ট্রাম্প।
এ সময় উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি কর্মকর্তারা।
যুবরাজ বিন সালমান ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রচেষ্টার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। প্রথম মেয়াদ থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন যুবরাজ সালমান। গত জানুয়ারিতে শপথ গ্রহণের পর তাকে প্রথম বিশ্ব নেতাদের মধ্যে অভিনন্দন জানান তিনি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরে রিয়াদকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া থেকেই বোঝা যায় যে, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর বিচ্ছিন্ন অবস্থা থেকে কীভাবে তিনি আরব রাষ্ট্রকে অগ্রাধিকার দিতে এবং ক্ষমতায়িত করতে চাইছেন।