ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

ন্যাশনাল ফাইন্যান্স ও ট্রপিক্যাল হোমস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর 

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১০:১৫ পিএম
ছবি- সংগৃহীত

ন্যাশনাল ফাইন্যান্স এবং ট্রপিক্যাল হোমস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার(১৩ মে) স্বাক্ষরিত এই চুক্তির ফলে ট্রপিক্যাল হোমস-এর রিয়েল এস্টেট প্রজেক্ট ঋণ গ্রাহকরা এখন ন্যাশনাল ফাইন্যান্স থেকে বিশেষ হারে ঋণ ও অগ্রাধিকারভিত্তিক সেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইরতেজা আহমেদ খান, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস জনাব ইমন আহমেদ খান, ম্যানেজার (হোম লোন) জনাব মো. মোতাহার হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস) জনাব গৌতম চন্দ্র ঘোষ। 

ট্রপিক্যাল হোমস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জনাব এম হক ফয়সাল, ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং (সিআরডি, সিএসডি ও ল্যান্ড অ্যাকুইজিশন); জনাব মোহাম্মদ রাকিব হোসেন, জেনারেল ম্যানেজার সেলস; এবং জনাব মো. মাসুম রেজা, ডেপুটি ম্যানেজার - সেলস। 

সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তি রিয়েল এস্টেট প্রজেক্ট ঋণ গ্রহীতাদের জন্য আর্থিক সহায়তা ও উন্নত সেবার নতুন সুযোগ সৃষ্টি করবে।