যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর শীর্ষ ক্লাবগুলোর অংশগ্রহণে চলমান লিগস কাপ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ইন্টার মিয়ামি।
রোববার (বাংলাদেশ সময়) সকালে মেক্সিকান ক্লাব নেকাসার বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে লিওনেল মেসির দল।
৯০ মিনিটের ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। তবে ম্যাচের আকর্ষণ ছিল শুধু গোলেই নয়, দুই দলের খেলোয়াড়দের দেখা লাল কার্ডেও। ম্যাচে দুবার লাল কার্ড দেখান রেফারি, যার ফলে উভয় দলই খেলা শেষ করেছে ১০ জনের দল নিয়ে।
খেলার শুরুতেই প্রভাব বিস্তার করে মিয়ামি। ১২ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে ১৭ মিনিটেই বড় ধাক্কা খায় দলটি, যখন ডিফেন্ডার ম্যাক্সিমিলানো ফ্যালকন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ৩৩ মিনিটে সমতা ফেরায় নেকাসা। গোলটি করেন ফরোয়ার্ড টমাস বাদালোনি। এরপর ৬০ মিনিটে দ্বিতীয় লাল কার্ডটি দেখেন নেকাসার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান কালডেরন। এতে দু’দলই ১০ জন করে খেলোয়াড় নিয়ে সমানভাবে খেলা চালিয়ে যায়।
৮১ মিনিটে রিকার্ডো মনরিয়েলের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নেকাসা। তবে ৯২ মিনিটে জর্দি আলবার অসাধারণ ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরায় মিয়ামি।
পরে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মিয়ামির পাঁচটি শটই জালে জড়ালেও নেকাসার তৃতীয় শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে মিয়ামি। জয়সূচক শটটি নেন লুইস সুয়ারেজ।
তবে ম্যাচের ৫৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ক লিওনেল মেসিকে। তার অবস্থা নিয়ে আনুষ্ঠানিক আপডেট এখনো পাওয়া যায়নি।