ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

নিম্নকক্ষের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার প্রয়োজন নেই: বদিউল আলম মজুমদার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৯:৫৪ এএম
বদিউল আলম মজুমদার। ছবি- সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার কোনো প্রয়োজন নেই।

শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানে’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন থেকে আমরা প্রস্তাব করেছি, শুধু উচ্চকক্ষে পিআর হতে পারে। আমাদের যাত্রাটা এর মাধ্যমে শুরু হতে পারে। পরে আরও পরিবর্তন পরিবর্ধন করে উন্নত করা যাবে।

সংলাপটি যৌথভাবে আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রেক্ষাপট নিয়ে এই সংলাপটি অনুষ্ঠিত হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক ও ব্যারিস্টার ফুয়াদসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সঞ্চালনা করেন ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল।