ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

আজ থেকে শুরু কান চলচ্চিত্র উৎসব ২০২৫

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:১১ পিএম
কান চলচ্চিত্র উৎসবের লোগো। ছবি - সংগৃহীত।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন কানের পর্দা উঠছে আজ রাতে। ফ্রেঞ্চ রিভিয়েরার সমুদ্রপাড়ে অবস্থিত ছোট্ট শহরটিতে শুরু হচ্ছে ৭৮ তম কান চলচ্চিত্র উৎসব, যেখানে একই সঙ্গে দেখা মিলবে তারকার ঝলকানি, সিনেমার মহারণ আর আলোচিত বিতর্কের।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১টা ১৫ মিনিটে শুরু হচ্ছে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এবারের কান উদ্বোধনের অন্যতম আকর্ষণ: লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে রবার্ট ডি নিরোকে ‘অনারারি পাম ডি’অর’ সম্মান দেওয়া।  
১৮ মে নারী নির্মাতাদের স্বীকৃতি স্বরূপ ‘উইমেন ইন মোশন’ ২০২৫ পুরস্কার পাচ্ছেন নিকোল কিডম্যান।

তবে এবারের কানের লালগালিচায় নজিরবিহীন এক বিধিনিষেধ কার্যকর হয়েছে। অতিরিক্ত খোলামেলা কিংবা অত্যধিক লম্বা পোশাক নিষিদ্ধ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। ২০২২ সালে এক বিক্ষোভকারী টপলেস অবস্থায় লালগালিচায় উঠলে ব্যাপক আলোচনা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।

চলচ্চিত্রপ্রেমীরা এবার অপেক্ষা করছেন অস্কারের ভবিষ্যৎ তারকাদের প্রথম ঝলক দেখার জন্য। প্রতিযোগিতার মূল বিভাগে রয়েছে ২০টি চলচ্চিত্র, যার ছয়টি পরিচালনা করেছেন নারী নির্মাতা। অস্কারজয়ী জুলিয়েট বিনোশের নেতৃত্বে এবারের জুরি বোর্ডে রয়েছেন হ্যালে বেরি, জেরেমি স্ট্রং-এর মতো তারকারা।

জোশ ও’কনর আর পল মেসকাল অভিনীত ‘দ্য হিস্টোরি অফ সাউন্ড’, লিন রামজের ‘ডাই মাই লাভ’ (জেনিফার লরেন্স-রবার্ট প্যাটিনসন অভিনীত), ওয়েস অ্যান্ডারসনের তারকায় ঠাসা ‘দ্য ফিনিশিয়ান স্কিম’, আরি আস্টারের ‘এডিংটন’সবাই লড়ছে পাম ডি’অরের দৌড়ে।

বিশেষ স্ক্রিনিং হিসেবে ১৪ মে দেখানো হবে টম ক্রুজ অভিনীত ‘মিশন ইমপসিবল’র নতুন কিস্তি। আর উৎসবের বাইরে আলোচিত নাম স্পাইক লি ও ডেনজেল ওয়াশিংটনের ‘হায়েস্ট টু লোয়েস্ট’ , জোডি ফস্টারের ‘ভিয়ে প্রিভে’।

অন্যদিকে, প্রথমবার পরিচালনায় আসছেন স্কারলেট জোহানসন (এলেনর দ্য গ্রেট) ও ক্রিস্টিন স্টুয়ার্ট (দ্য ক্রোনোলজি অব ওয়াটার)। ব্রিটিশ তারকা হ্যারিস ডিকিনসনও হাজির হয়েছেন ‘আর্চিন’ দিয়ে।

উৎসবে থাকবে গাজা সংকট নিয়ে দুইটি তথ্যচিত্র - ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’ ও ‘পুট ইউর সোউল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক , যার একটি  ফিলিস্তিনি চিত্রগ্রাহক ফাতিমা হাসৌনার জীবন ও মৃত্যুকে ঘিরে নির্মাণ করেছেন ইরানি নির্মাতা সেপিদেহ ফারসি,

তবে উৎসব শুরুর আগেই বিতর্কে উত্তাল কান। জেরার দ্যপার্দিয়ুর বিরুদ্ধে ধ’র্ষ’ণের মামলার রায় পড়েছে আজ, তিনি দোষী প্রমাণিত হয়েছেন। 

সঙ্গে বিতর্কে যোগ দিয়েছেন ব্রিজিত বারদো, যিনি দ্যপার্দিয়ুসহ অভিযুক্ত অভিনেতাদের পক্ষে কথা বলেছেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ১০০% আমদানি শুল্ক নিয়েও উৎসবে আলোচনা হতে পারে।

কানের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় চলবে উৎসবের প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট। 

লালগালিচায় এবার থাকছে অনেক চমক, অনেক অভিষেক আর পুরোনো তারকাদের ফিরে আসা - আর সিনেমার পর্দায় যেমন, তেমনি বাস্তবেও জমজমাট হবে কান উৎসব ২০২৫।