‘মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে দৈনিক রূপালী বাংলাদেশ। প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের আস্থা-বিশ্বাস ও ভালোবাসা নিয়ে এগিয়ে চলছে এই পত্রিকাটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে রূপালী বাংলাদেশ বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। মুদ্রণ ও অনলাইন মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বব্যাপী পাঠকের হৃদয় জয় করেছে রূপালী বাংলাদেশ।
এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে রুপালী বাংলাদেশ। মাল্টিমিডিয়া বিভাগের এই অর্জনকে কেক কেটে উদযাপন করেছে রূপালী পরিবার।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত রূপালী বাংলাদেশের অনলাইন নিউজরুমে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপালী বাংলাদেশ মাল্টিমিডিয়া টিম
অনুষ্ঠানে রূপালী বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমদ বলেন, ‘রূপালী বাংলাদেশ মাল্টিমিডিয়া টিম একটি তরুণ টিম। এই তরুণদের হাত ধরে রূপালী বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও হেড অফ ডিজিটালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাল্টিমিডিয়া ইনচার্জ (ভারপ্রাপ্ত)
রূপালী বাংলাদেশের হেড অফ ডিজিটাল ফয়সাল আহমেদ বলেন, ‘আজকের এই সময়টা আমাদের জন্য অনেক আনন্দঘন মুহূর্ত। আমরা খুব অল্প সময়ে ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছি। এই কৃতিত্ব রূপালী বাংলাদেশ অনলাইন ও ডিজিটাল টিমের প্রত্যেকটা সদস্যের।’
রূপালী বাংলাদেশের হেড অফ ডিজিটালের সঙ্গে অনলাইন টিম
তিনি আরও বলেন, ‘টিম ওয়ার্কের মাধ্যমে আমরা অল্প দিনেই এই সাফল্য পেয়েছি। এজন্য মাল্টিমিডিয়া এবং অনলাইন টিমের সকলকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা করছি, এই ধারা অব্যাহত থাকবে। আমরা এখন মিলিয়ন সাবস্ক্রাইবারের পথে হাটবো এবং সেটি আমরা সফল করবো। আমাদের লক্ষ্য বাংলাদেশে ইউটিউব চ্যানেলে শীর্ষে পৌঁছানো।’
ভাইয়া গ্রুপের ডিরেক্টর (মিডিয়া ও কমিউনিকেশন) কায়েস আহমেদ বলেন, ‘রূপালী বাংলাদেশ দুরন্ত গতিতেই এগিয়ে যাচ্ছে। এই ধারা যেন অব্যাহত থাকে সেই কামনা করি।’
রূপালী বাংলাদেশের হেড অফ ডিজিটালের সঙ্গে মাল্টিমিডিয়া রিপোর্টিং টিম
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী বাংলাদেশের নিউজ এডিটর শরীফুল ইসলাম, সিটি এডিটর শাহীন করিম, বিজনেস এডিটর রহিম শেখ, হেড অব মার্কেটিং গিয়াসউদ্দীন ইমন, সিনিয়র এক্সিকিউটিভ ( মানব-সম্পদ ও প্রশাসন বিভাগ) আল মামুন, মফস্বল ইনচার্জ এম. সোলায়মান, অনলাইন ইনচার্জ (ভারপ্রাপ্ত) যোবায়ের আহমদ, মাল্টিমিডিয়া ইনচার্জ (ভারপ্রাপ্ত) নাহিদ হাসানসহ অনলাইন, মোজো রিপোর্টার ও সাংবাদিক সহকর্মীরা।