ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

ময়মনসিংহে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১১:৫৮ পিএম
ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ছবি-রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। 

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া মাফরুহীন খান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত রতন মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ভবের বাজার এলাকার আতাউর রহমানের ছেলে। 

আহত মনিরুজ্জামান একই উপজেলার বাসিন্দা। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি নৌবাহিনীতে চাকরি করেন।

জানা গেছে, রতন মিয়া ও মনিরুজ্জামান দু’জনে মিলে কিশোরগঞ্জের হাওরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে পূর্বধলা যাওয়ার পথে নান্দাইলের ঝালুয়া এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রতন মিয়া ঘটনাস্থলেই মারা যান। 

গুরুতর আহত অবস্থায় মনিরুজ্জামানকে স্থানীয়রা উদ্বার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

নান্দাইল হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।’