শনিবার, ১৭ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৮:৫০ এএম

আবার পুশইনের চেষ্টা, সীমান্ত পাহারায় বিজিবি-জনতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৮:৫০ এএম

আবার পুশইনের চেষ্টা, সীমান্ত পাহারায় বিজিবি-জনতা

পুশইন ঠেকাতে রাতভর সীমান্তে টহল দেন বিজিবি সদস্য ও স্থানীয়রা। ছবি: সংগৃহীত

বিএসএফ বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে পুশইন করাতে পারে, এমন শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় কড়া পাহারা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সঙ্গে রয়েছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে পুশইনের শঙ্কায় টহল জোরদার করেছে বিজিবি।

পুশইন হতে পারে এমন খবরে স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে রয়েছে।  

বিজিবি সূত্র জানায়, ভারতের আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে বাংলাদেশে পুশইন করার জন্য বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে জড়ো করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানার পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি সতর্কতা অবলম্বন করে সারা রাত সীমান্তে টহল দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার লোকজনের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এরপর বিজিবির সঙ্গে অবস্থান নেন স্থানীয় জনতা। 

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।  

তবে কতজনকে পুশইন করার জন্য তারা তৎপর ছিল, তা জানা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!