সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুরে শিবির নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রোববার এ আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সকালে ফরহাদ হোসেনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করে পুলিশ। তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
প্রসঙ্গত, সাইফুল ইসলাম মেহেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। ২০১৪ সালের ১৯ জানুয়ারি তিনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন