চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে বেড ও হুইল চেয়ার প্রদান করেছেন জেলা বিএনপির সভাপতি।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় ফিতা কেটে সম্প্রসারিত পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
পরে তিনি চিকিৎসকদের সঙ্গে পোস্ট-অপারেটিভ ওয়ার্ড, ভিআইপি ও সাধারণ কেবিন, শিশু ওয়ার্ড, নবজাতকের ইমার্জেন্সি কেয়ার ও নবজাতক ওয়ার্ড পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে চাঁদপুরে ৫০০ শয্যার মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য অন্যতম। স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হাসপাতালের নার্সদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না, কারণ তারাই রোগীদের সেবা দিয়ে সুস্থ করে তুলেন। সদর হাসপাতালে এখন চিকিৎসার মান অনেক ভালো। আমি নিজেও অসুস্থ হলে এখানে চিকিৎসা করাতে পারব বলে মনে করি।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ডা. সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চাঁদপুর ডাক্তার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন, চাঁদপুর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ শায়লা নাজনিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর ডাক্তার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. জাহাঙ্গীর আলম ও ডা. এম. এ. গফুর মিয়া।
পোস্ট-অপারেটিভ ওয়ার্ড হলো অপারেশনের পর রোগীকে পর্যবেক্ষণের জন্য রাখা ওয়ার্ড। এখানে ১২টি বেড, হুইল চেয়ার, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন ও ব্যাকাম সাকারসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন