ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আব্দুল মুহিত তালুকদার।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ তালিকায় বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে আব্দুল মুহিত তালুকদারের নামও রয়েছে।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন