দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৮১০ জন কৃষকের মাঝে রবি মৌসুমের কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে উপকরণ বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার ও আলী রুবেল এবং অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ বিনামূল্যে বিতরণ করা হয়। এতে মোট ১৮১০ জন প্রান্তিক কৃষক উপকরণের সুবিধা পাবেন।
উপকরণ বিতরণের বিবরণ অনুযায়ী ১,৫০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা, ২৫০ জনকে ২০ কেজি করে গম, ১০ জনকে ১ কেজি সূর্যমুখী ওপি, ৩০ জনকে ১ কেজি করে সূর্যমুখী হাইব্রিড, ২০ জনকে ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বিতরণ করা হয়েছে।
সদস্য প্রতিটি কৃষককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সারও প্রদান করা হয়েছে। এ সময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন