ভোলার লালমোহন উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মো. ইউসুফ নামে এক অটোরিকশা চালকের বসতঘর।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অটোরিকশা চালক মো. ইউসুফ বলেন, ‘প্রতিদিনের মতো আজও সকালে অটোরিকশা নিয়ে বের হই। হঠাৎ এলাকা থেকে ফোন করে জানানো হয়, আমার ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভেতর থাকা কোনো কিছুই রক্ষা করা যায়নি। স্ত্রী-সন্তানদের নিয়ে টিনশেড এই বসতঘরেই থাকতাম। এক বছর আগে ঘরটি নির্মাণ করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আজ আগুনে সেটি সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে অন্তত ছয় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। অটোরিকশা চালিয়ে যা আয় করি, তা দিয়ে নতুন করে ঘর নির্মাণ করা সম্ভব কি না, তা নিয়ে এখন চরম দুশ্চিন্তায় আছি।’
লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
অপরদিকে, খবর পেয়ে লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকের বসতঘর পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ইউসুফকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেন।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন