ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৮:১০ পিএম
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক নারী।

রোববার (১১ মে) জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিন জন নিহত ও একজন আহত হয়েছেন। এর মধ্যে গরু আনতে গিয়ে উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে শামসুল হুদা, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক ও উঠানে খেলা করার সময় ভলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম (৮) নামে এক শিশু নিহত হয়েছেন। 

তিনি আরও জানান, এ সময় একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হন।

এদিকে, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) নামে এক বৃদ্ধ ও একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) এক যুবক মারা গেছেন। এ সময় বজ্রপাতে দুটি গরুও মারা গেছে।